কাজিপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের দুঃস্থ, নিম্ন আয়ের অসহায় ১৫শত ৫৮ টি পরিবারে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকারি ভিজিএফ (ভারনারেবল গ্ৰুপ ফিডিং) বরাদ্দের আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ৭ জুলাই দিনব্যাপী চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান, উপকারভোগীদের মধ্যে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, উপার্জনে অক্ষম, নিম্ন আয়ের এবং দুঃস্থদের অগ্ৰাধীকার ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে। পরিষদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তালিকা প্রণয়ন করতে সহযোগীতা করেছে। পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরণকালে ইউপি সদস্যরা ছাড়াও স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের পরিবারে বিভিন্ন উপলক্ষে নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে থাকে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।