কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের মা-বোনদের পরিবার পরিকল্পনা, গর্ভকালীন বিশেষ করে প্রসব পূর্ববর্তী ও পরবর্তী এবং সাধারণ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে তেকানি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। রোববার ২০ নভেম্বর এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা চরাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, শুধু স্বাস্থ্য সেবা নয়, শিক্ষা প্রতিষ্ঠান, মুজিব কেল্লা, মাইলের পর মাইল পাকা রাস্তা, চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ সবই জনসাধারণের জীবন মান উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার করেছে, পক্ষান্তরে বিএনপি জামায়াতের কোন উন্নয়ন কর্মকাণ্ড করেনি। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা, জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন উত্তোরনের জন্য এবং তিনি পারবেন। চরাঞ্চলের দুঃখ নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলমান আছে।
পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের সহকারী পরিচালক ডাঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল মোমেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ ভৌমিক, তেকানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ, তেকানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম শিবন চাকলাদার, সাংগঠনিক মোকাদ্দেস হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপজেলা মা ও শিশু স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ চিত্রা ঘোষ, কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ।
উল্লেখ্য, ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবের সব ধরনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ১ জন মেডিকেল অফিসারের আবাসন ব্যবস্থাসহ দুর্যোগকালীন আশ্রায়ণের ব্যবস্থা আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।