কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রীতির বন্ধনে এসো স্মৃতির প্রাঙ্গনে, ঐতিহ্যের ৫৫ বছর পূর্তিতে বিয়াড়া নূর নবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা -২০২৪ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৯ জুন বুধবার সকালে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য রালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয় ভার্চুয়ালি বক্তব্যে বলেন, মিলন মেলার মাধ্যমে হারিয়ে যাওয়া স্মৃতি বিস্মৃত রোমন্থন করে আবেগ আপ্লুত হৃদয় নতুন আবেশের সৃষ্টি করে, শিক্ষক শিক্ষার্থীদের মিলনের সেতু বন্ধনে ভাবেন বিনিময়ে সবার জীবনে কল্যাণ বয়ে আসুক মঙ্গল কামনা করছি।
আবেগতাড়িত হয়ে , আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের নজরুল ইসলাম, ১৯৮৮ ব্যাচের সুকুমার রায়, ১৯৯০ ব্যাচের তরিকুল ইসলাম চিশতী, ১৯৯১ ব্যাচের শাহীন আলম, ১৯৯৪ ব্যাচের আমিনুল ইসলাম লিটন, ১৯৯৫ ব্যাচের পলাশ এবং ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।