স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বনামধন্য ও ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এবং ১২৪ জন বিজয়ী পুরষ্কার প্রাপ্ত হন।
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কোরবান আলী, বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির পরিচালক আশরাফুল আলম, প্রধান শিক্ষক গুলনাহার আলম, অভিভাবক গোলাম কিবরিয়া খান প্রমূখ। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের সময় উপযোগী সুশিক্ষা দানের পাশাপাশি নীতি আদর্শ ও দেশ প্রেমে উজ্জয়িনী মানবিক মানুষ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।