কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪ নং শুভগাছা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মীসভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৩ নভেম্বর শুভগাছা ইউপি প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভার মাধ্যমে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের কর্মীদের সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পূর্নাঙ্গ করন প্রক্রিয়া শুরু করা হয়।
কাজিপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন (সাবেক ইউপি চেয়ারম্যান) প্রধান অতিথি হিসেবে কর্মীসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শুভগাছা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি দ্রুত ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের তাগিদ দেন।
শুভগাছা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আঃ সালামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান (মজিবর), প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান (লিটন), আরো বক্তব্য রাখেন,শুভগাছা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।