কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, 'সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন খান। তিনি বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা সবার সহযোগিতা নিয়ে কাজিপুরকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই। আপনারা পুলিশের প্রতি আস্থা রেখে বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের কাছে যান। সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। রাষ্ট্রীয় সম্পদসহ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, ভাংচুর করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।'
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম,, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সহসভাপতি সহকারি অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিনু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার, জাতীয় পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আফজাল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা, কাজিপুর প্রেসক্লাবের কার্যকরি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পরিচিয় পর্ব শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হাসান, ইয়াছিন আরাফাত বিজয় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিবুর রহমান, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফ, কাজিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।