স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম(৬০)কে নিজ বাড়ি থেকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। তিনি পার খুকশিয়া গ্ৰামের মৃত মেছের মন্ডলের ছেলে এবং স্থানীয় কান্তনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক । শনিবার বিকেলে তাকে আদালতের পাঠান হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাজিপুর থানার দুটি মামলার এজাহার নামীয় আসামি, একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরটি পেনাল কোডে।
শনিবার ২২ মার্চ বিকেলে তাকে আদালতের পাঠান হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।