গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে কোমলমতি শিক্ষার্থীরা পেয়েছে নতুন স্কুল ইউনিফর্ম। মুজিব বর্ষে উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে।
১২ই ডিসেম্বর(মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাবুর রহমান সৈনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র গোলাম মোস্তফা তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু। পৌর কমিশনার শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও জনসাধারণ উপস্থিত ছিলেন। মা সমাবেশ শেষে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ইউনিফর্ম তুলে দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।