কাজিপুরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
দিবসটি উপলক্ষে রোববার ১৭ এপ্রিল সকালে কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ সময় তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের চেতনায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, কৃষক লীগের সাধারণ দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।