ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৭ এপ্রিল সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।
দিবসটির তাৎপর্য উল্লেখ করে আরো বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা আলাউদ্দিন, নিশ্চিতপুর ইউপি চেয়ারম্যান খায়রুল কবির, দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর উপজেলা শাখার সভাপতি পরিমল তরফদার, কাজিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সোবহান চান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে , মুজিবনগর অস্থায়ী সরকার ও বর্তমান ঐতিহাসিক স্থানের গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী অনিক ইসলাম। তারই আলোকে কুইজ প্রতিযোগিতায় উর্তীণ দশজন শিক্ষার্থীদের বই পুরস্কার দেয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।