সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারের একটি গুদাম ঘরের তালা কেটে প্রায় ৭৫ বস্তা ভুট্টা চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর রাতে সোনামুখী বাজারের দক্ষিণে আব্দুর রহমানের চাতালের পাশের একটি গুদাম ঘরে এই চুরির ঘটনা ঘটে।গুদামের মালিক ও ভুট্টা ব্যবসায়ী ফরিদুল ইসলাম জানান, রাতে বৃষ্টির কারণে বাজারে আসা হয়নি এই সুযোগে গুদামে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ৭৫ বস্তায় ১০৫ মন ভুট্টা ছিল, আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি, তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।