কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে চোরাই মোটরসাইকেলসহ হেলাল এবং রতন নামের ২ চোরকে আটক করেছে থানা পুলিশ। কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, উপজেলার চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্ৰামের মনির হোসেনের বাড়ি থেকে একটি বাজাজ ডিসকভার চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় উত্তর ছালাল গ্ৰামের হেলাল উদ্দিন (৩৫), পিতা-মোঃ রইচ উদ্দিন এবং রেজাউল করিম ওরফে রতন মিয়া নামের দুজনকে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়কারী চক্রের সদস্য হিসেবে গ্রেফতার করা হয়। গত ৮ জুনের এ ঘটনায় নিয়মিত মামলা রুজু শেষে ৯ জুন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।