সিরাজগঞ্জের কাজিপুরে জনপ্রতিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষ, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এবং কাজিপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায়
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদের হলরুমে উক্ত খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনারের সভাপতিত্ব করেন,কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইয়ুম সরকার, বিশেষ অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন, সচিবের পি এস অভিরুপ সাহা, সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোছাঃ সুরাইয়া আকতার মৌসুমি।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলার কৃষিকর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহা আলম মোল্লা প্রমুখ।
এসময়ে সেমিনারর আরো কাজিপুর উপজেলার সকল ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।