কাজিপুর উপজেলার সকল টিকাদান কেন্দ্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ব্যানার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।
সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্কর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অফিসার চিত্রারানী সাহা,পরিবার পরিকল্পনা অফিসার পলাশ ভৌমিক প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা অফিসার মৌসুমি বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারি, কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, নার্স, মিড ওয়াইফ নার্স, সিএইচসিপি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও হিসাব সহকারীগণ, আনসারপুলিশের সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ।
সভায় ০-১ বছর বয়সীদের জন্মনিবন্ধন অগ্রগতি পর্যালোচনা করা হয়। শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা গুরুত্বারোপ রাখার পরামর্শ দেন বক্তারা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।