সিরাজগঞ্জের কাজিপুরে জিওব্যাগের স্তূপে চাপা পড়ে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৪ নং প্যাকেজ এলাকায় চেইনডোজার দিয়ে পুরোনো জিওব্যাগ যমুনায় ফেলে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল খুদবান্দি গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, খুদবান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণ বাঁধের কাজ চলছে, স্তূপ করা বালুভর্তি পুরোনো জিওব্যাগ চেইন ড্রেজার মেশিন দিয়ে যমুনা নদীতে ফেলে দেওয়া হচ্ছিল। স্থানীয় সাইফুল ইসলাম নদীতে ফেলে দেওয়া পুরোনো জিওব্যাগুলো কুড়াচ্ছিলেন। চেইন ড্রেজারের চালক জিওব্যাগগুলো যমুনা নদীতে ফেলে দেয়ার সময় সাইফুল ইসলাম জিওব্যাগের নিচে চাপা পরেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের দাবী কোন রকম নিরাপত্তা ছাড়াই উন্মুক্ত পরিবেশে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, নিরাপত্তাহীনতায় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এখানে এ ধরনের ঘটনা ঘটেছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, নিহতের ছোট ছেলে রেজাউল করিম অপমৃত্যুর অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।