জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এদিন কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা এবং আলোচনা সভা উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন, মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষ্যে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।