জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে ট্রাক্টর চাপায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন সিরাজগঞ্জের কাজিপুরের দলিল লেখক শাহরিয়ার বিপ্লব। তিনি বিবাদমান জমির ক্রয় সূত্রে মালিক।
গত সোমবার দুপুরে উপজেলার সিমান্তবাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবী করে লিখিত বক্তব্যে বলেন, কবলা দলিলমূলে ক্রয়কৃত নিজ দখলীয় সম্পত্তিতে মাটি ভরাটের কাজ চলমান থাকা অবস্থায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান হবিবর রহমান নামের এক ব্যক্তি। এর আগে হবিবর মাটি ভরাটকৃত জমি নিজের দাবী করে কাজিপুর থানায় গত শুক্রবার একটি জিডিও করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট বন্ধ রাখতে বললে বিপ্লব ভরাটকাজ বন্ধ করে চলে যান। পরদিন শনিবার সকালে ইতোপূর্বে মাটি ভরাটের জন্যে চুক্তি দেয়া জনৈক ব্যক্তি তার ( বিপ্লবের) অনুমতি না নিয়ে ওই জমিতে ট্রলির সাহায্যে মাটি ভরাট কাজ শুরু করেন। এসময় হবিবর রহমান ট্রলির সামনে গিয়ে বাধা দিতে গেলে অসাবধানতবশত তিনি ট্রলিচাপা পড়ে মারা যান। নিজেকে এই ঘটনায় নির্দোষ দাবী করে বিপ্লব আরও বলেন, ঘটনার সময়ে আমি মাটিকাটার স্থানে ছিলাম না। শনিবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিপ্লব জানান, মৃত্যুর বিষয়টি নিয়ে আমাকে জড়িয়ে কিছু সংবাদ পরদিন প্রকাশিত হয়েছে, যা ঘটনার সুষ্ঠু তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর উপজেলার বরইতলি গ্ৰামে জমি দখল ও মাটি ভরাট সংক্রান্ত বিবাদের জেরে হাবিবুর রহমান নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।