গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০০০ শিশু কচিকাচা শিক্ষা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে অনুপ্রাণিত করতে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দিনব্যাপী শিশুদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চা হিসেবে নিম্নরূপ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
০১ প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশের নিয়মিত কার্যক্রমের সাথে একজন শিক্ষার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চ এর ভাষণ উপস্থাপন।
০২ প্রতিটি শ্রেণীতে অন্তত ১টি ঘন্টা দুইটি বই এর যেকোন একটি "অসমাপ্ত আত্মজীবনী' বা ‘কারাগারের রোজনামচা' শিক্ষার্থীদের রিডিং পড়ানো।
০৩ প্রতিটি শ্রেণীতে শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুরষ্কার বিতরণ উল্লেখযোগ্য। শিশুদের বই পড়ার অভ্যাস গঠন, বানান করে বাংলা পাঠ উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে এ কর্মসূচি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।