স্টাফ রিপোর্টার:'রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ'-এই প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।২৩ মে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর সিরাজগঞ্জ এর আয়োজনে সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ উপজেলা দুর্নীতি প্রতিরোধকমিটির সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক ,সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের এক অংশ ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার সহ অনাান্য সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,মুক্তিযোদ্ধাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়াম ৮ টি প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীর ৮ টি দলের অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা ও কাজিপুর থানার এস আই সজিব হাসান। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের বিষয় ছিল" মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে"।উক্ত প্রতিযোগিতায় গান্ধাইল উচ্চ বিদ্যালয় রানারআপ এবং তারাকান্দি উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন হয়।পরে অতিথি বৃন্দ বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার হিসেবে মুল্যবান বই,গাছের চারা, ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।