কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার পতনের রেশে পরের দিন ৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলার শহীদ এম মনসুর আলী মিলনায়তনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বিকেলে আগুন নিভে গেলে একজন অজ্ঞাত মানুষের পুড়ে যাওয়া দেহাবশেষ দেখা যায়। সংবাদ লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি, অথবা কেউ দাবি করেনি। নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। এদিন উপজেলা পরিষদ ভবন, শহীদ এম মনসুর আলী জাদুঘর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা মঙ্গলবার বিজয় মিছিল শেষে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান, এছাড়াও নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।