সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রতিটি বিদ্যালয়ে ৫ টি করে গাছের চারা বিতরণ করে উপজেলা প্রশাসন।
বুধবার ৩০ আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রায়হান কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান।
ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ। মাসিক সমন্বয় সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে শোভাবর্ধন ও শিক্ষা উপযোগী পরিবেশ গড়তে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, নিম এবং পলাশ ফুলের চারা বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।