সিরাজগঞ্জ জেলার কাজিপুরের মাইজবাড়ীতে নুরুজ্জামান ও মনসের আলী নামে পঞ্চাশোর্ধ ২ দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুজ্জামানের স্ত্রী মারাত্মক আহত হয়। তারা সবাই মাইজবাড়ী গ্ৰামের বাসিন্দা।
স্থানীয় সুত্র এবং মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন জানান, শুক্রবার দুপুরে বৃষ্টিপাত চলাকালীন চরাঞ্চলে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় মাইজবাড়ী পূর্ব নৌকা ঘাটে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই মোখছেদ আকন্দের ছেলে নুরুজ্জামান এবং জিল্লুর রহমানের ছেলে মনছের আলী নিহত হন। তাদের বয়স পঞ্চাশোর্ধ এবং পেশায় দিন মজুর ছিলেন। এ ঘটনায় নুরুজ্জামানের স্ত্রী মারাত্মক আহত হলে স্থানীয়দের সেবাশুশ্রূষায় জ্ঞান ফেরে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।