গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১ও২ নং ওয়ার্ডে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, যত দুর্যোগ হোক আমরা পাশে আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত মানুষের জন্য নিবেদিত প্রাণ।
বুধবার ৬ সেপ্টেম্বর সকালে ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমূখ। উল্লেখ্য, চলতি বছর কাজিপুর উপজেলা সীমানায় যমুনা নদীর পানি বিপদ সীমার নীচে থাকায় তেমন বন্যা দেখা যায়নি, যে কারণে ত্রান বিতরণ কার্যক্রম তেমনভাবে লক্ষ্য করা যায়নি।
এ দিন গান্ধাইল ইউনিয়নের ১ও২ নং ওয়ার্ডের ৫০ টি পরিবারে ত্রান হিসেবে চাল বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।