সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করতে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।
বিশেষ উপস্থিতির মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সুখময় সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল বাকী , সহকারি শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার রুবেল। পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।