কাজিপুরে মায়ের সাথে সাঁতার শিখতে গিয়ে যমুনা নদীতে ডুবে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী রিয়াদ। সোমবার ১১ জুলাই বিকেলে উপজেলার বাঐখোলা গ্ৰামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াদ রুবেল আহমেদের ছেলে, সে শুভগাছা গ্ৰামের বাসিন্দা।
স্বজনেরা জানান রিয়াদের বাবার সরকারি চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করতো, ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলো, ঈদের পরদিন বিকেলে চাচাতো ভাই বোনদের নিয়ে মায়ের সাথে বাড়ির সন্নিকটে যমুনা নদীতে সাঁতার শিখতে যায়। প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানান, নদী পারে বিকেল সাড়ে তিনটার দিকে মহিলার আত্মচিৎকার শুনে একটি শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করলেও রিয়াদ তলিয়ে যায়। তার সাথে বন্ধু সাগর ছিলো।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রফিক জানান, স্টেশনে ডুবুরি না থাকায় বিভাগীয় পর্যায়ে যোগাযোগ করা হয়েছে, রাজশাহী থেকে তারা রওনা হয়েছেন। কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ৮ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার তৎপরতা না থাকায় স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।