গোলাম কিবরিয়া খান,কাজিপুর (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুরে ১২ মে বিশ্ব "মা" দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারী।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। জীবনে একজন মায়ের ত্যাগ- তিতিক্ষা, সংগ্ৰাম, মহিমা, সন্তানের প্রতি অকৃত্রিম ভালবাসা ও সন্তানের দায়িত্ব ও কর্তব্যবোধ বিষয়গুলো প্রধান উপজীব্য রেখে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমী বসাক প্রমূখ। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার ভৌমিক, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা একাডেমিক অফিসার আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের মুখপাত্র উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।