গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ও সমাবেশ শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার ডোমপাড়া বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এ সমাবেশে অর্ধশতাধিক মা উপস্থিত ছিলেন।
মা'দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, 'বাচ্চাদের পড়ালেখায় মনযোগী করতে প্রয়োজন স্বাস্থ্য সম্মত খাবার। অন্ততপক্ষে একটি করে মুরগী পালন করবেন যাতে ডিম কিনতে না হয়। বাচ্চারা ওই ডিম খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে'। তিনি আরও বলেন, 'বাচ্চাদের প্রথম শিক্ষক মা, মার কাছ থেকেই শিক্ষা শুরু হয়। বাচ্চাদের সাথে সব সময় ভালোভাবে কথা বলবেন। আর বাড়িতে পড়তে বসার সুযোগ করে দেবেন।'
সমাবেশ শেষে বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসেবে হোয়াইটবোর্ড, মার্কার, ডাস্টার, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, ম্যাজিক স্লেট ও ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করা হয়।
পরে পৌর এলাকার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভগাছা ইউনিয়নের চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংলাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানেও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ ও এসএম আবু যুবায়ের, শিক্ষক ও অভিভাবকবৃন্দ ছাড়াও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহতাবুর রহমান সৈনিকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।