কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউপি এলাকায় পাথর বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ১৫ মে সকালে এ ঘটনা ঘটে। উপজেলার মেঘাই নৌবন্দর থেকে ৮০০ ঘনফুট পাথর এবং মাল্লাসহ ৮ জন যাত্রী নিয়ে চরগিরিশ যাওয়ার পথে সকাল দশটার দিকে নৌযানটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় মাইজবাড়ী গ্ৰামের চান্দু নামের এক শ্রমিক আহত হলেও বাকী ৭ জন অন্য নৌকার যাত্রীদের সহায়তায় উদ্ধার হয়। এ সময় মোখা ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল ছিলো।
প্রত্যক্ষদর্শী এবং নৌকা মালিক ও মাইজবাড়ী ইউপি সদস্য লাদু মিয়া জানান, মেঘাই নৌবন্দর থেকে পাথর বোঝাই নৌকা এবং মাল্লাসহ ৮ জন যাত্রী নিয়ে চরাঞ্চলের চরগিরিশ যাওয়ার পথে খাসরাজবাড়ী ইউপির যমুনা নদী এলাকায় প্রবল স্রোত, তীব্র বাতাস এবং বড় বড় ঢেউ থাকায় নৌকাটি ডুবে যায়, সে সময় আরেকটি যাত্রীবাহী নৌকা আমাদের উদ্ধার করে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালুকদার সুচনা টেডার্সের মালিক পক্ষ আনোয়ার হোসেন তালুকদার বলেন, স্থানীয় সরকারের পিডিবি-৪ প্রকল্পের আওতায় পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য পাথর পরিবহন করা হচ্ছিলো, নৌকায় ৮০০ ঘনফুট পাথর বোঝাই ছিলো, এ ঘটনা সাধারণ ডায়রিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।