কাজিপুরে শিক্ষা উপকরণ বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য ইঞ্জিনিয়ার এস এম শাহীনের সৌজন্যে আয়োজিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি এস এম রেজওয়ানুর রহমান।
গত ২১ সেপ্টেম্বর (রোববার) অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ছাইদুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও অন্যান্য স্টেশনারি বিতরণ করা হয়। শিক্ষক, শিক্ষার্থীছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








