জাতীয় সংসদের সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজিপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার ৬ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের পরামর্শ, গঠনমূলক আলোচনা বা সমালোচনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে এমপি'র দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।
উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ। সভায় ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।