গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ
কাজিপুর উপজেলা পরিষদের ৪৩ তম সাধারণ সভা চলাকালীন ইউএনও কর্তৃক উপস্থিত সাংবাদিকের সাথে অযাচিতভাবে অশোভন আচরণের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার ২৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে ঐ সাংবাদিক জানান, সভায় সাংবাদিকদের কর্মকান্ড বিষয়ে সমালোচনা হলে তিনি বক্তব্য প্রদানের অনুমতি প্রার্থনা করেন, এ সময় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী অযাচিতভাবে উত্তেজিত স্বরে কর্কশ ভাষায় সভায় প্রবেশাধিকারের অনুমতি কে দিয়েছে জানতে চায়, উত্তরে ভুক্তভোগী সাংবাদিক জানান সভার সভাপতির দায়িত্ব পালনকারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু তাকে পরিষদের অফিস সহায়কের মাধ্যমে ডেকে এনেছেন। এতেও ইউএনও সন্তুষ্ট না হয়ে বিভিন্ন উচ্চবাচ্য করেন। এ ঘটনায় সভায় উপস্থিত সভাসদগণ বিব্রত বোধ করেন।
ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রত্যক্ষদর্শী জনপ্রতিনিধিরা। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন জানান ইউএনও কথাগুলো এভাবে না বললেও পারতেন।
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, সাংবাদিকের সাথে এ ধরনের অশোভন আচরণ ইউএনওর ঠিক হয়নি। তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি, বিষয়টি অসৌজন্যমূলক ও শুদ্ধাচার পরিপন্থী।
অশোভন আচরণের বিরুদ্ধে একমত পোষণ করেছেন শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, চরগিরিশ ইউপি চেয়ারম্যান খায়রুল কবিরসহ নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সরকারি কর্মকর্তারা।
সভায় সভাপতিত্বকারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু বলেন, সভার সভাপতি হিসেবে আমি সাংবাদিক ডেকে আনি, ইউএনওর এমন আচরণ অপ্রত্যাশিত। ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী অশোভন আচরণের বিষয়টি মুঠোফোনে অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ভুক্তভোগী সাংবাদিক গোলাম কিবরিয়া খান দৈনিক সময়ের আলো পত্রিকায় কাজিপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।