সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, কাজিপুর সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, সারাদেশে অনুকরণীয়। সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলাম ধর্মের বিধান সর্বোত্তম। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যরা।
উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি ইউনিয়ন ও উপজেলা কমিটির সদস্যরা এবং মুক্তিযোদ্ধাসহ সকল পেশাজীবী মানুষ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।