স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলা ২২ মে ২০২৪ থেকে ২৪ মে ২০২৪ পর্যন্ত চলবে।
উপজেলা কৃষি কার্যালয় কর্তৃক আয়োজিত মেলায় জনসাধারণকে উৎসাহী করতে কন্দাল জাতীয় ফসলের সমাহার ঘটান হয়েছে। কন্দাল জাতীয় ফসলের উপকারিতা, বাণিজ্যিক মূল্য, আধুনিক চাষ পদ্ধতি এবং সরকারি সুযোগ-সুবিধা অবগত করতে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদাত প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।