কাজিপুরে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
গত ১৭ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি ও
উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, স্থানীয় সরকার জনস্বার্থে বহুবিধ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন পারুল, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন প্রমূখ। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। ২২ টি স্টলে সজ্জিত উন্নয়ন মেলা ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।