সিরাজগঞ্জের কাজিপুরের বিভিন্ন জায়গা থেকে ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ, এ সময় চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার ৩ জুলাই কাজিপুর থানা কর্তৃক আয়োজিত প্রেস বিফ্রিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, গত ২ মে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সুত্র ধরে গত ২ জুলাই রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে কুনকুনিয়া মোল্লা পাড়ার মৃত হযরত আলীর ছেলে সাকিবুল হাসান(২২) কে গ্ৰেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ছালাভরা গ্ৰামের মধ্য পাড়ার শামছুল হকের ছেলে ইউসুফ মন্ডল(২১), কুনকুনিয়া গ্ৰামের সাহেব আলীর ছেলে ডিম ব্যবসায়ী বিপ্লব মিয়া(২৬) এবং পৌরসভা এলাকার বিয়ারা চরপাড়া গ্ৰামের শরিফুল ইসলাম জয়কে(২২) গ্ৰেফতার করা হয়েছে, এ সময় ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গ্ৰেফতারকৃত সাকিবুল চোর চক্রের মূল হোতাদের একজন, অভিমান অব্যহত রয়েছে। উদ্ধারকৃত ৮ টি মোটরসাইকেলে মধ্যে বাজাজ কোম্পানির ৩ টি পালসার ও ১ টি ডিসকভার, টিভিএস কোম্পানির এ্যাপাচি ৩ টি এবং সুজুকি কোম্পানির জিক্সার রয়েছে। প্রতিটি মোটর সাইকেল প্রায় নতুন। ৩ জুলাই গ্ৰেফতারকৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।