গোলাম কিবরিয়া খান স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে কাজিপুর উপজেলার ৪শ হতদরিদ্র ও অসহায় পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর। শুক্রবার ১৭ মার্চ সকালে তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সমাজে যারা বিত্তবান আছেন সামর্থ অনুযায়ী এগিয়ে আসুন।
এ সময় তিনি ৯৫ ফাউন্ডেশন কাজিপুরকে উপজেলার অন্যতম সফল সমাজসেবা সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনটি কাজিপুরের মানুষের কল্যাণে হাত বাড়িয়ে দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান জাকির, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৯৫ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, সোলাইমান হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী আবু রায়হান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। ব্যবস্থাপক হিসেবে ৯৫ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সরোয়ার এ আলম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।