সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।ঘোষিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
সোমবার(৩ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘোষিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সুর্য। পরে ঘোষিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলার নেতৃবৃন্দ।
নির্বাহী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন, সহ-সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম মাষ্টার, মোঃ সাইফুল ইসলাম বেল্লাল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন, শাহজাহান আলী, মোঃ কামরুল ইসলাম গোলজার, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল আওয়াল , সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান সিরাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মোঃ কামরুজ্জামান বিপ্লব, মোঃ শহীদ সরোয়ার, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক টি.এম. আতিকুর রহমান নান্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান মুকুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস,এম, শাহ আলম কাজল, দপ্তর সম্পাদক টি.এম. শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ খান নুন (খোকা) প্রচার ও প্রকাশনা মোঃ শওকত আকবর, বনপরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক রাজু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম মন্টু, মহিলাবিষয়ক সম্পাদক মোছাঃ রেহানা খাতুন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় ।
উল্লেখ্য গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক হিসেবে খলিলুর রহমান সিরাজীর নাম ঘোষিত হয়েছিলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।