গোলাম কিবরিয়া কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার কারচুপি বরদাস্ত করা হবে না দাবি করেছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্যায়ের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্ৰহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। গত ১ মে বুধবার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি ভোটগ্ৰহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, সর্বপ্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না, আমি চাই সিরাজগঞ্জ জেলায় কোন সমস্যাছাড়া সুষ্ঠু ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হোক, কোন প্রকার কারচুপি বরদাস্ত করা হবে না, আমরা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী, কাজেই ভয় পাওয়ার কোন কারণ নেই।
ভোটগ্ৰহণ কর্মকর্তাদের সঙ্গে (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মজিবুল হক প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২২ টি কেন্দ্রে ১২২ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৪৪ জন এবং পোলিং অফিসার ১৪৮৮ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এবার কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী আগামী ৮ মে উপজেলার ২ লক্ষ ৩৪ হাজার ৫ শত ৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।