জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কাজিপুর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে সিরাজগঞ্জ জেলা কার্যালয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি সেলিম রেজা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আঃ সালাম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন শুভগাছা ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৭ জন, সহ-সাংগঠনিক পদে ৩ জন এবং ১ জন সদস্যসহ মোট ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত আংশিক কমিটি গত ২৬ জুন দলটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।