গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর পৌরসভা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক ছাত্রনেতা আলমপুর গ্ৰামের রাসেদুল ইসলাম রাজু তালুকদার। তিনি একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত ২ডিসেম্বর এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হয়। রাসেদুল ইসলাম রাজু ২০০০ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
জানা যায়, কাজিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানকে গত ২৯ নভেম্বর দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে, তার পরিপ্রেক্ষিতে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় আওয়ামী লীগ দলীয় প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা থাকায় পৌর কমিটির সাধারণ সম্পাদক তাছির উদ্দিন তাছুকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। এছাড়াও একই অভিযোগে পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহাগ সরকার এবং পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেয় দলটি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।