শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

কাজিপুর প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

রিপোর্টারের নাম : / ২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী  কাজিপুর প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বেলা এগারোটায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ মিলনায়তনে কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও এমপি পদে  বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও এমপি পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও দলীয় এমপি প্রার্থী শাহীনুর আলম, কাজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  আব্দুল সালাম, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ এম হাসান মনসুর মিলন,

এবি পার্টি (আমার বাংলাদেশ) মনোনীত এমপি প্রার্থী শাব্বির আহমেদ, কাজিপুর উপজেলা জাকের পার্টির সভাপতি ও এমপি প্রার্থী রেজাউল করিম,

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম,  কাজিপুর উপজেলা সিপিপির সভাপতি আব্দুল বাকী, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম,

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, গন অধিকার পরিষদ কাজিপুরের আহবায়ক আল আমিন বাবু,

কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান বাবলু, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য শুকুর মাহমুদ, ভয়েস অফ কাজিপুর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন  প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামি কাজিপুর উপজেলার আমীর টিএম  জাহিদুল ইসলাম স্বপনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন   রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, বনিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ,

এনজিও প্রতিনিধিবৃন্দ, কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান সহ সকল সদস্য বৃন্দ। কাজিপুর প্রেসক্লাবের সদস্য মরহুম জহুরুল ইসলাম ও হুমায়ূন কবির কে মরণোত্তর  সন্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে কাজিপুর প্রেসক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কর্তন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর