গাজীপুর জেলা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা দিয়াবাড়ী কাশবন থেকে মোঃ আব্দুর রহমান মুসা (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা মহিউদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মহিউদ্দিন মাদীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া আরজু ডুয়াটি গ্রামের মিরাজ মাদবর এর ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় টঙ্গী পূর্ব থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো.আলমগীর হোসেন।
উপ-পুলিশ কমিশনার জানান,নিহত মুছা টঙ্গী গোপালপুর এলাকায় মায়ের সঙ্গে পান্নু খাঁন এর বাসায় ভাড়া থাকতেন। প্রায় ১৬ বছর পূর্বে মহিউদ্দিন এর সঙ্গে বিয়ে হয় শরিফুন নেছার(৩৩)।
তাদের দাম্পত্য জীবনে জন্ম হয় ছেলে সন্তান মুছার। গেল ২১ সেপ্টেম্বর দুপুরে ছেলেকে জামা কিনে দেওয়ার কথা বলে মার্কেটে নিয়ে যায় মহিউদ্দিন । এর পর আর বাসায় ফিরে আসেনি তারা। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুছার মা শরিফুন নেছা। তারপর থেকেই শিশুটির সন্ধ্যানে নামে পুলিশের একটি দল।
গেল ২৪ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙা থানা পুলিশ তাকে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে যায়। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ফরিপুরের ভাঙ্গা থানায় যায়।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার ছেলেকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী কাশবনের ভিতরে শ্বাসরোধ করে মেরে লাশ গুম করার উদ্দেশ্যে ঝোপের ভিতর ফেলে রেখেছে বলে স্বীকার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫সেপ্টেম্বর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপ-পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।