সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব-১৫ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৫ মে) বিকেল সাড়ে ৪ টায় খেলায় সিরাজগঞ্জের মাছুমপুর ক্রীড়াচক্র ফুটবল একাডেমি ও শাহজাদপুর উপজেলা ফুটবল একাডেমি অনূর্ধ্ব-১৫ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধের শেষের দিকে ঈশানের গোলে মাছুমপুর ক্রীড়াচক্র ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে রবিউল ও আব্দুল্লাহ আরও ১টি করে গোল করেন। ফলে মাছুমপুর ক্রীড়াচক্র ফুটবল একাডেমি ৩-০ গোলের জয় পায়। মাছুমপুর ক্রীড়াচক্র ফুটবল একাডেমির ঈশান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। উল্লেখ্য শাহজাদপুর ফুটবল একাডেমির পক্ষে ৬ জন প্রমীলা ফুটবলার খেলেন। প্রমীলা ফুটবলারদের মধ্যে জাকিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা সেলিম।
এতে সভাপতিত্ব করেন মুখবেলাই কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান (রিমু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলার ৪নং রায় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ আকন্দ।
বানিয়াগাঁতীর সাবেক কৃতি ফুটবলার মোঃ হায়দার সরকারের আমন্ত্রণে দুই দল প্রীতি ম্যাচ খেলার জন্য যায়। প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ হায়দার সরকার ও মোহাম্মদ আলী জিন্নাহ। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।