সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সখিনা মোতাহার কল্যাণ ট্রাস এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মে) দুপুর দুটার দিকে উপজেলার কামারখন্দ বাজারে ৫০ জন ও রায়দৌলতপুর ইউনিয়নে ৫০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সখিনা মোতাহার কল্যাণ ট্রাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জান্নাত আরা তালুকদার হেনরী, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি কামরুল হাসান আমিনুল, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায় হতদরিদ্র দের জন্য ঈদ সামগ্রী নিয়ে এসেছি। এভাবেই সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করে যেতে চাই।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।