সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে সন্তোষ চন্দ্র দাস (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাঁর ছেলে সঞ্জয় চন্দ্র দাস (২৫)।
বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল আওয়াল জানান, নিজেদের টয়লেটের পুরাতন একটি সেফটি ট্যাংক পরিষ্কার করতে নামার কিছুক্ষণ পর সন্তোষ দাসের কোন সারা শব্দ না পেয়ে তার ছেলে সঞ্জয় দাস ওই ট্যাংকে নেমে পড়েন। পরে সঞ্জয়কে প্রতিবেশীরা জীবিত উদ্ধার করলেও সঞ্জয়ের বাবাকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বিজয় হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সন্তোষ দাসের মৃত্যু হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।