" নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"- এ প্রতিপাদ্য নিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমির বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক ৭টি জলাশয়ে ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। কামারখন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে
শনিবার (১৯ আগস্ট) দুপুরে কামারখন্দ উপজেলা পরিষদের পুকরে পোনামাছ অবমুক্ত করণের প্রধান অতিথি সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। পোনামাছ অবমুক্ত করণের সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস. এম.শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিল ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান প্রমুখ।
পোনামাছ অবমুক্ত করণের সার্বিক দায়িত্বে ছিলেন কামারখন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা। এসময়ে কামারখন্দ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।