দীর্ঘ ১৫ মাস পর কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে আমির ডা.মোহাম্মদ শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ।
ডাঃ মোহাম্মদ শফিকুর রহমান সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামের আবরু মিয়ার সন্তান। কারাগারে তার হাজতি নং ছিল-২৩৮০/২৩।
কাশিমপুর কারাগার ১ এর জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলাসহ একাধিক মামলা ছিল। আজ দুপুরে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন।
এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে
ডা.মোহাম্মদ শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জামায়েত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহ-কারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের,
এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং গাজীপুর মহানগর জামায়েতের আমির জালাল উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এরপর থেকে তিনি দীর্ঘ ১৫ মাস কারাগারে ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।