প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
কালিয়াকৈরে মায়ের হাতে মেয়ে খুন
গাজীপুর জেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘন্টা পর সৎ মায়ের বসত ঘর থেকে ৫ বছরের শিশু মীম আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সৎ মা আয়না আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত মীম আক্তার,সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। শিশুর বাবা সবুজ মিয়া উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ীর পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার সময় কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেল বুধবার উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার (২৩ মে) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) ফেন্সি জুয়েল জানান,সবুজ মিয়া,পোশাক কারখানায় চাকরী করেন। স্ত্রী ও মেয়ে মীম আক্তারকে নিয়ে সে ওই বাসায় বসবাস করে।কিছুদিন আগে আয়না আক্তারকে বিয়ে করেন। একই বাসার পাঁচতলায় ছোট স্ত্রী আয়না আক্তার থাকতেন। সকাল ১০ টার দিকে মীম আক্তার নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মীমের বাবা সবুজ মিয়াসহ এলাকাবাসী। নিখোঁজের জন্য এলাকায় মাইকিংও করা হয়। হঠাৎ সবুজের ছোট স্ত্রীকে এলাকাবাসী সন্দেহ করে। তারা তার ঘরে ভিতরে প্রবেশ করে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ঘরের সানসেটের উপরে থাকা বস্তায় মোড়ানো অবস্থায় মীম আক্তারের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সবুজের ছোট স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার এবং ছোট স্ত্রী শিশুর সৎ মা আয়না আক্তারকে আটক করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.