বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প টাঙ্গাইল জেলার কালিহাতিতে উপজেলা ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি বাংলাদেশে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরন প্রকল্পের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ১ জন,প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে সচিব ১ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার ১ জন এবং কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানটির বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে বাসা ফাউন্ডেশন এবং ওয়াটারএইড।অনুষ্ঠানে প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে ভাল কাজের মতামত গ্রহন করে তা চিহ্নিত করা হয়।কর্মশালায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা তাদের ইউনিয়নের ভালো কাজ তুলে ধরেন। সেখান থেকে সকলের মতামতের ভিত্তিতে ও ভোটের মাধ্যমে ৬ টি ভালো কাজ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আখতারুজ্জামান, ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো: মাহফুজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাসা সংগঠনটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন দীপক চক্রবর্তী,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনের প্রশিক্ষণ সমন্বয়কারী মো: সাইদুল ইসলাম সহ প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।