প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
কালিয়াকৈরে ১ একর বন বিভাগের জমি উদ্ধার
গাজীপুর জেলা সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে উঠা একশত ৪২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা বন বিভাগ।
আজ দুপুরে উপজেলার মাটিকাটা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট এর আওতাধীন মাটিকাটা বাজার এলাকায় কিছু জবরদখল কারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাহী মেজিস্টেট রজত বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানিয়েছেন আজকের এ উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর (১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা। তিনি আরো জানান,উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে গাছে চারা লাগিয়ে দেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.